ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিকে জোকোভিচের প্রথম সোনা

অলিম্পিকে জোকোভিচের প্রথম সোনা অলিম্পিকে জোকোভিচের প্রথম সোনা

অবশেষে অলিম্পিকে সোনা জিতলেন নোভাক জোকোভিচ। রোলাঁ গারোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েও টেনিসের একক ইভেন্টের ফাইনালে স্প্যানিয়ার্ড কার্লোস আলকারাজকে হারিয়েছেন সার্ব তারকা।

৩৭ বছর বয়সী জোকোভিচ ফিলিপ্পে ছত্রিয়ের কোর্টে ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-২) গেমে জিতেছেন।

জোকোভিচ পঞ্চম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লামের সবগুলো ও অলিম্পিক এককের স্বর্ণপদক জয়ী হলেন। এর আগে স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস এই কীর্তি গড়েন।১৯৮৮ সালে টেনিস ফেরার পর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে অলিম্পিকে একক ইভেন্টে সোনা জিতলেন জোকোভিচ।


চীনা সামরিক কর্মকর্তার সঙ্গে সুলিভানের বিরল বৈঠক

চীনা সামরিক কর্মকর্তার সঙ্গে সুলিভানের বিরল বৈঠক