শনিবার রোলাঁ গারোতে ইতিহাস গড়লেন কিনওয়েন ঝেং। চীনের প্রথমে খেলোয়াড় হিসেবে মেয়েদের একক টেনিসে অলিম্পিক স্বর্ণ পেলেন ২১ বছর বয়সী খেলোয়াড়। ব্রোঞ্জ জিতেছেন শিয়াটেক। সেমিফাইনালে ইগা শিয়াটেককে বিদায় করেছিলেন কিনওয়েন। ফাইনালে উঠে পাত্তা দেননি ক্রোয়েশিয়ার ডোন্না ভেকিচকে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলার পর এবার ইতিহাসের পাতায় কিনওয়েন। ওইবার হেরে রানারআপ হয়েছিলেন তিনি।
এক ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে ৬-২, ৬-৩ গেমে জিতে সোনা গলায় ঝুলালেন কিনওয়েন। রৌপ্য পেয়েছেন ভেকিচ। প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে একক টেনিসে কোনও পদক পেলেন তিনি। মেয়েদের এককে চীনের এটাই প্রথম অলিম্পিক পদক এবং টেনিসে সবমিলিয়ে দ্বিতীয় সোনা। চীনের লি তিং এবং সুন তিয়ানতিয়ান ২০০৪ এথেন্স গেমসে মেয়েদের দ্বৈতে স্বর্ণপদক পেয়েছিলেন।