ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হামলার শিকার ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন পরিদর্শনে জামায়াত আমির

হামলার শিকার ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন পরিদর্শনে জামায়াত আমির জামায়াত আমির

দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পরিদর্শনে যান তিনি। এ সময় সেখানে উপস্থিত কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। তিনি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থতি ছিলেন। তিনি এ ধরনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং এ ঘটনার নিন্দা জ্ঞাপন করেন।

সম্প্রতি একটি সুবিধাবাদী মহল দেশকে অস্থিতিশীল এবং গণ-আন্দোলনের সফলতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাপুরুষোচিত হামলা করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান।

উল্লেখ্য, সোমবার (১৯ আগস্ট) দুপুরে দুর্বৃত্তের হামলার শিকার হয় রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। 


চীনা সামরিক কর্মকর্তার সঙ্গে সুলিভানের বিরল বৈঠক

চীনা সামরিক কর্মকর্তার সঙ্গে সুলিভানের বিরল বৈঠক