ঢাকা , মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট

কোনো সংবাদমাধ্যম বন্ধ হোক তা চায় না অন্তর্বর্তী সরকার

কোনো সংবাদমাধ্যম বন্ধ হোক তা চায় না অন্তর্বর্তী সরকার

দেশের কোনো সংবাদমাধ্যম বন্ধ হয়ে যাক তা চায় না অন্তর্বর্তীকালীন সরকার। সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আদালতের নির্দেশে সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ভাঙচুরের পর এ বার্তা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সময় মিডিয়া লিমিটেড এবং এর পরিচালক শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এদিকে গতকাল সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। কমপ্লেক্সটিতে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজটোয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে। এর আগে, ৭১ টিভি, ডিবিসি নিউজ ও এটিএন নিউজসহ কয়েকটি গণমাধ্যমে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।


চীনা সামরিক কর্মকর্তার সঙ্গে সুলিভানের বিরল বৈঠক

চীনা সামরিক কর্মকর্তার সঙ্গে সুলিভানের বিরল বৈঠক