ইউএস ওপেনে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে দারুণ সূচনা করেছেন নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ডে সরাসরি সেটে রাদু আলবটকে হারিয়েছেন তিনি। অলিম্পিকে সোনা জয়ের পর জোকোভিচ প্রথমবার কোর্টে খেলতে নেমেছিলেন। প্রতিযোগিতার চারবারের চ্যাম্পিয়ন মলদোভান কোয়ালিফায়ারকে সেভাবে পাত্তাই দেননি। ৬-২, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন।
হয়তো এই বছরই রেকর্ড গ্র্যান্ড স্লাম জিততে পারতেন ৩৭ বছর বয়সী। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনে হয়েছেন ব্যর্থ। তার পরেও র্যাঙ্কিংয়ের ১৩৮তম রাদু আলবট কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেননি। এই জয় আবার সার্বিয়ান তারকার জন্য রেকর্ডরেও। ইউএস ওপেনে রজার ফেদেরারের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। এই টুর্নামেন্টে সুইস গ্রেট ৮৯টি ম্যাচ জিতেছেন। জোকোভিচেরও এটি ৮৯তম জয় হয়ে থাকলো। জয়ের পর জোকোভিচের প্রতিক্রিয়া, ‘এখানকার রাতের ম্যাচ বিশ্বের সেরা। বিশেষ করে মাথার ওপর ছাদ যুক্ত হওয়ার পর।’
এদিকে, মেয়েদের এককে শিরোপা ধরে রাখার অভিযানে টুর্নামেন্ট জয়ে শুরু করেছেন কোকো গাউফও। প্রথম রাউন্ডে ভারভারা গারচেভাকে হারিয়েছেন তিনি। ২০ বছর বয়সী গাউফ মাত্র ৬৬ মিনিটে জিতেছেন ৬-২, ৬-০ গেমে।