উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ আর তার পেছনে ছোটা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য নতুন নয়। এবার তো পর্তুগিজ গোলমেশিন নতুন উচ্চতায় যেতে চাইছেন। তার লক্ষ্য এখন হাজার গোলের মাইলফলক।
এরই মধ্যে গত মঙ্গলবার পেশাদার ক্যারিয়ারে ৮৯৯ গোল করে ফেলেছেন আল নাসর তারকা। আল ফায়াহ’র বিপক্ষে সৌদি প্রো লিগে ৬৪তম ক্যারিয়ার ফ্রি কিক থেকে সেই গোলটি করেছেন। ৯০০তম গোল পাওয়া এখন তার জন্য সময়ের ব্যাপার। রোনালদো তাই বলেছেন, প্রথমে ৯০০ গোল পূরণ করে হাজার গোলের মাইলফলকের জন্য ছুটবেন তিনি। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সাবেক ইংল্যান্ড তারকা রিও ফার্ডিন্যান্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে সিআরসেভেন বলেছেন, ‘খুব শিগগিরই আমি ৯০০তম গোল পেয়ে যাবো। তার পর ১০০০ গোলের মাইলফলকের চেষ্টা করবো। আমি ১ হাজার গোল করতে চাই।’
আগামী ফেব্রুয়ারি বয়স ৪০ বছর হয়ে যাবে রোনালদোর। রোনালদোর বিশ্বাস, ৪১ বছরের মধ্যেই এই লক্ষ্য পূরণে তিনি সক্ষম হবেন । এ সময় সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি পেলের সঙ্গে নিজের গোল সংখ্যার একটা পার্থক্যও তুলে ধরেন তিনি। পেলের গোল সংখ্যা ১২৮১ হলেও সেই সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তবে রোনালদো নিজের করা গোলগুলো নিয়ে বলেছেন, ‘১ হাজার গোলের চ্যালেঞ্জ পূরণের ক্ষেত্রে একটা পার্থক্য থাকবে। আর সেটা হলো আমার সবগুলো গোলেরই ভিডিও থাকবে। তাই আমি সবগুলো প্রমাণ করতে পারবো।’