অস্ট্রেলিয়ান ওপেনের পর কোনও শিরোপা ছিল না আরিয়ানা সাবালেঙ্কার। সেই আক্ষেপ মিটলো তার সিনসিনাটি ওপেনে। ফাইনালে জেসিকা পেগুলাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছেন এই বেলারুশিয়ান। সাবালেঙ্কার জিততে সময় লেগেছে ৭৬ মিনিট। প্রথম সেটে ৬-৩ গেমে জয়ের পর দ্বিতীয় টেস্টে ৭-৫ গেমে জিতেছেন। সিনসিনাটি ওপেন তার ক্যারিয়ারের ১৫তম শিরোপা। সাবালেঙ্কার কাছে পরাজয়ে ৯ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়েছে আমেরিকান পেগুলার।
কোকো গাউফকে সরিয়ে র্যাঙ্কিংয়ের দুই নম্বর স্থানটি দখল নিতে যাচ্ছেন সাবালেঙ্কা। সেমিফাইনালে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইগা সিওনতেককে হারিয়েই শিরোপা মঞ্চে উঠেছেন। ২৬ আগস্ট তাই আত্মবিশ্বাস নিয়ে শুরু করবেন ইউএস ওপেন। যা তার কণ্ঠেও প্রকাশ পেলো এভাবে, ‘এই ট্রফি আমার জন্য অনেক কিছু। আক্ষরিক অর্থেই এটা আমার জন্য বড় অর্জন। বিশেষ করে ইনজুরি থেকে ফেরার পর।’
কাঁধের ইনজুরির কারণে উইম্বলডনে খেলা হয়নি তার। তাই শঙ্কা ছিল হয়তো আবারও ইনজুরিতে পড়ার। তার কথা, ‘আমার মাঝে শঙ্কা ছিল হয়তো আবারও ইনজুরি পড়বো। কিন্তু আমার টিম সর্বোচ্চভাবে শারীরিক সুস্থতার বিষয়টি দেখভাল করেছে।’