ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিক হকিতে ঐতিহাসিক ‘ডাবল’ নেদারল্যান্ডসের

অলিম্পিক হকিতে ঐতিহাসিক ‘ডাবল’ নেদারল্যান্ডসের অলিম্পিক হকিতে ঐতিহাসিক ‘ডাবল’ নেদারল্যান্ডসের

অলিম্পিক হকিতে ঐতিহাসিক ডাবলের স্বাদ নিলো নেদারল্যান্ডস। ছেলেদের হকিতে সোনা জয়ের ২৪ ঘণ্টা পর মেয়েদের ইভেন্টেও সোনা নিশ্চিত করেছে ডাচরা। এই ইভেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল শুটআউটে ৩-১ ব্যবধানে চীনকে হারিয়েছে।

মেয়েদের হকিতে ভীষণ সফল নেদারল্যান্ডসের নারী হকি দল। এটি ছিল তাদের টানা ষষ্ঠ ফাইনাল। তবে সোনা নিশ্চিতের ম্যাচটিতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে। নির্ধারিত সময়ের খেলায় চীন তাদের ১-১ ব্যবধানে রুখে দিয়েছিল। ডাচদের চাপ সত্ত্বেও ষষ্ঠ মিনিটে চীনকে এগিয়ে দিয়েছিলেন চেন ই। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে সমতা ফেরায় নেদারল্যান্ডস। গোল করেন ইব্বি ইয়ানসেন। যা তার টুর্নামেন্টে নবম গোল।

শুটআউটে ডাচ গোলকিপার আনে ভিনেনদালের বীরত্বেই সোনা নিশ্চিত হয়েছে ডাচদের। চীনের প্রথম দুটি প্রচেষ্টা রুখে দেন তিনি। হকিতে এবারই প্রথম এমনটা ঘটলো। ছেলে ও মেয়েদের উভয় বিভাগে এক আসরে সোনা জিতলো কোনও দেশ। ছেলেদের বিভাগেও জার্মানিকে হারাতে শুটআউটের প্রয়োজন পড়েছিল নেদারল্যান্ডসের।  


চীনা সামরিক কর্মকর্তার সঙ্গে সুলিভানের বিরল বৈঠক

চীনা সামরিক কর্মকর্তার সঙ্গে সুলিভানের বিরল বৈঠক